রংপুর টাইমস ডেস্ক:
বিজিবি প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান প্রতিরোধ ও মাদক পাচার রোধে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে।
মঙ্গলবার ( ০৪ ডিসেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন
(১৫ বিজিবি) এর অধীনস্থ অনন্তপুর বিওপি কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অনন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ উত্তর অনন্তপুর কদমতলী মোড় নামক এলাকা দিয়ে মোটর সাইকেলযোগে একজন মাদক চোরাকারবারী মাদক পাচার করবে।
উক্ত সংবাদের ভিত্তিতে অনন্তপুর বিওপি কমান্ডারের নেতৃত্বে টহলদল আনুমানিক ০৫৪০ ঘটিকায় সীমান্ত পিলার ৯৪৭/৪-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কদমতলী মোড় (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে রাস্তার পাশে ওঁৎ পেতে থাকে। আনুমানিক ০৫৫০ ঘটিকায় বিজিবি টহলদল সোর্সের বর্ণনানুযায়ী মোটর সাইকেলযোগে ০১ জন মাদক চেরাকারবারীকে আসতে দেখতে পেয়ে তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে টহলদল ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত মাদক চেরাকারবারীর নাম মোঃ শাহারুল ইসলাম (৪০), পিতা-মোঃ খলিলুর রহমান, গ্রাম-কান্ত নগর, থানা-সাদুল্লাহপুর, জেলা-গাইবান্ধাকে।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ফুলবাড়ী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।