লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে আলোচিত শ্রমিকলীগ নেতা বুলেট হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা আমিনুল খানসহ তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অর্থ অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আদিব আলী এ রায় দেন।
আদালত সূত্র জানায় ২০১৫ সালের ২৭ জুন লালমনিরহাটের মহেন্দ্রনগরে টেন্ডার ড্রপকে কেন্দ্র করে আওয়ামিলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে আশরাফুল ইসলাম বুলেট নামের একজন হত্যার শিকার হয়। এ ঘটনায় ২৮ জুন ১১ জনকে নাম উল্লেখ করে বুলেটের পিতা এনামুল মাস্টার লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিলে আদালত মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আওয়ামিলীগ নেতা আমিনুল খান, বিপুল খান, মজিদুল খান নামের তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার করে টাকা অর্থদণ্ডের আদেশ দেয়। রায়ে বাকি আসামীদের খালাস দেয় আদালত। আলোচিত বুলেট হত্যা মামলার বাদী এনামুল মিয়া সন্তোষ প্রকাশ করলেও বুলেটের স্বজনরা ক্ষোভ করেছেন।
লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে বুলেট হত্যা মামলার রায় দিয়েছেন। রায় ঘোষনার সময় হাজতে থাকা খালাসপ্রাপ্ত তিনজন আসামী আদালতে উপস্থিত ছিলেন। আর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত তিনজন আসামী পলাতক রয়েছে। বাকি আসামীরা খালাস পেয়েছেন।