শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

লালমনিরহাটে আ.লীগ নেতা সুমন খান যেভাবে গ্রেফতার হলো 

লালমনিরহাটে আ.লীগ নেতা সুমন খান যেভাবে গ্রেফতার হলো 

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মানি লন্ডারিং, হত্যাসহ একাধিক মামলার আসামি সাখাওয়াত হোসেন সুমন খানকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-লালমনিরহাট মহাসড়কের তিস্তা সেতুর টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

একটি সূত্র জানিয়েছেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের  পর সুমন খান ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেয়। ভারতে কিছুদিন অবস্থান করার পর আবার বাংলাদেশে আসেন। গতকাল রাতে তিস্তা  টোল প্লাজায় পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করেন।

 

জানা গেছে, গত ৩১ অক্টোবর সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে একটি মামলা করেন। মানি লন্ডারিং মামলা ছাড়াও সুমনের বিরুদ্ধে আশুলিয়া, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, লালবাগ থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ ১০টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার ও সিআইডি সূত্রে জানা গেছে, সুমন খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ, চোরাচালান, মাদক ব্যবসা, স্বর্ণ ও টাকা পাচারের বিষয়ে দীর্ঘদিন অনুসন্ধান করে লালমনিরহাট সিআইডি। অনুসন্ধানে তার ব্যাংক অ্যাকাউন্টে ২৩৭ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৭৬০ টাকা, তার স্ত্রী নাহিদা আক্তার রুমার ব্যাংক অ্যাকাউন্টে চার কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৩১০ টাকার সন্ধান পায় সিআইডি। এ ছাড়া সুমন খানের কর্মচারী লালমনিরহাট পুরান বাজার এলাকার বাসিন্দা তৌকির আহমেদ মাসুমের ব্যাংক অ্যাকাউন্টে ১৮৬ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ১২৭ টাকা পাওয়া গেছে। বৈধ আয়ের উৎস না থাকলেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ জমা, স্থানান্তর ও পাচার করা হয়। এসব অপরাধে মানি লন্ডারিং আইনের ৪(২) ধারায় তাদের তিন জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি।

লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার
(এ সার্কেল) একেএম ফজলুল হক বলেন, তাকে কয়েকটি মামলায় গ্রেফতার দেখিয়ে আজ মঙ্গলবার সকালে আদালতে তোলার পর তাকে রিমান্ডের জন্য আবেদন করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT