বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন

লালমনিরহাটের ৭ গ্রামে ঈদ-উল ফিতর 

লালমনিরহাটের ৭ গ্রামে ঈদ-উল ফিতর 

লালমনিরহাট প্রতিনিধিঃ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছর লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৭ গ্রামের মানুষ ঈদ- উল ফিতরের নামাজ আদায় করেছেন।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে উপজেলার মুন্সিপাড়ায় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুল মাজেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি চর, তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি মুন্সিপাড়া জামে মসজিদ, চন্দ্রপুর ইউনিয়নের পানি খাওয়ার ঘাট ও একই ইউনিয়নের বোতলা এলাকায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মুন্সি পাড়া এলাকার মুসল্লি ইমাম আলী বলেন,দীর্ঘ একমাস সিয়াম পালন করেছি। আল্লাহ যেন আমাদের সিয়াম কবুল করেন। অন্যান্য বিশ্বের চারদিকে ঈদ- উল ফিতর অনুষ্ঠিত হচ্ছে তাই আমরা তাদের সাথে মিল রেখে একদিন আগেই রোজা ধরেছি একদিন আগেই ঈদ উল ফিতর অনুষ্ঠিত হল।

মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ্ বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছর  এ এলাকার মানুষ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবেকদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপনের বিষয়টি লালমনিরহাট প্রশাসন জানেন।

তিনি আরও বলেন, ৫ শতাধিক মুসল্লি অংশগ্রহণের পাশাপাশি নারীরাও অংশ নেন জামাতে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম গোলাম রসূল বলেন, কালীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-উল ফিতর অনুষ্ঠিত হচ্ছে। তাদের নিরাপত্তা দিতে পুলিশ  টহল টিম পাঠানো হয়েছে।

লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, সৌদি আরবের সাথে মিল রেখে জেলার ৭ টি গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT