শনিবার, ২৪ মে ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

রাত পোহালেই ভোট

রাত পোহালেই ভোট

মোস্তাফিজ, পীরগাছা (রংপুর)

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের পীরগাছায় ভোট আয়োজনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন।

 

শনিবার (৬ জানুয়ারি) দুপুর থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। রাত পোহালেই (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে । একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

পীরগাছা উপজেলার পরিষদে তিনটি পয়েন্ট থেকে বিতরণ করা হয়েছে নির্বাচনী সরঞ্জাম। প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা এসে নির্ধারিত পয়েন্ট থেকে বুঝে নেন সরঞ্জামাদি। তারপর পুলিশ প্রহরায় নিয়ে যাওয়া হয় নির্ধারিত কেন্দ্রে।

এর আগে ভোট উপলক্ষে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) শেষ হয় ১৮ দিনের বিরামহীন প্রচারণা। এবার ভোটের অপেক্ষা। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে একটানা ভোটগ্রহণ। এবারের ভোট হবে গোপন ব্যালটের মাধ্যমে।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে সংসদ সদস্য হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট তিনজন প্রার্থী। বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এই আসনে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবারও তিনি এই আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করছেন। তার সঙ্গে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল ও বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম পাটোয়ারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমন জনান, রংপুর-৪ আসনের পীরগাছা উপজেলার মোট ৯০টি কেন্দ্রের জন্য বালট পেপার বাদে বাকি নির্বাচনী সরঞ্জাম তিনটি পয়েন্ট থেকে পাঠানো হয়েছে। ব্যালট পেপার ভোটের দিন (৭ জানুয়ারি) ভোরবেলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে। আমাদের প্রস্তুতি ভালো, পরিবেশও সন্তোষজনক আছে। তিনি আরও জানান, পীরগাছায় ঝুকিপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে ৫৭টি, অধিক ঝুঁকিপূর্ন হিসেবে ১টি ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের জন্য বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পীরগাছায় ভোটকেন্দ্রের সংখ্যা ৯০টি। ভোট পরিচালনার জন্য ৯০টি কেন্দ্রে ৫৩৪টি বুথ করা হবে। ৯০ জন প্রিজাইডিং অফিসার, ৫৩৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১০৬৮ জন পোলিং অফিসার কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৩৪৯ জন, যাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৫৭৬ জন, নারী ভোটার আছেন ১ লাখ ৪০ হাজার ৭১২ জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT