শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

রাতে নামছে শীত,ভোরে কুয়াশা আচ্ছন্ন উত্তরের জনপদ

রাতে নামছে শীত,ভোরে কুয়াশা আচ্ছন্ন উত্তরের জনপদ

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে ঝড়-বৃষ্টি আর খড়া শেষে কার্তিক মাসের শুরুতেই  শীতের আগাম বার্তা নিয়ে এলো হিমেল বাতাস আর কুয়াশা। গত কয়েকদিন ধরে সন্ধ্যা হলে শীত পড়তে শুরু করেছে। দিনে রোদ্রউজ্জ্বল, রাতে নামছে  কুয়াশা আর হিম শীতল বাতাস। ভোরে কুয়াশাচ্ছন্ন থাকে পুরো রাস্তা ঘাট। মৃদু শীত নামতে শুরু করেছে এ জনপদে।
কয়েকদিন আগেও ছিল তীব্র ভ্যাপসা গরম। আর এখন প্রকৃতিতে ঋতুবদলের আয়োজন। শরৎ শেষে হেমন্ত এসেছে। এরপর শীতকাল আসবে। কিন্তু এখনই প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ভোরের কুয়াশার সাথে দেখা যায় শিশির ভেজা ঘাস। ধাঁনের শীষে কুয়াশা ভেজা পানি জমে থাকতে দেখা যায়। আর কয়েকদিনের মধ্যে পুরোদমে ঠান্ডার প্রভাব বাড়বে।
সরেজমিনে দেখা গেছে, চারদিক কুয়াশায় আচ্ছন্ন। অন্যরকম দৃশ্যই চোখে পড়ে। ধান খেত গুলোতেই মাকড়সার বাসায় শিশির  কণা আটকে আছে। অপর দিকে কুয়াশার কারণে সড়কের কিছু কিছু যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।
লালমনিরহাটে ৫ উপজেলায় গত কয়েক দিন আগে টানা বৃষ্টিপাতে শীতকালীন শাক-সবজির ক্ষতি হয়েছিল বলে জানান কৃষকরা। এখন আবারও নতুন করে বিভিন্ন শাক সবজির চাষাবাদ শুরু করছেন তারা।
পাটগ্রাম উপজেলার ইসলামপুর গ্রামের   সবজি চাষি আব্দুর রাশিদ বলেন, কিছুদিন আগে টানা বৃষ্টিতে অনেক সবজির বীজ তলা নষ্ট হয়ে গেছে। সেই জমিগুলোতে আবারো নতুন করে শাক সবজির চাষ শুরু করেছি। বৃষ্টি ও বন্যার কারণে সবজি ক্ষেতের ক্ষতি হয় সবজির দাম বেড়েছে।
হাতীবান্ধা উপজেলার মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক আবু সাঈদ বলেন, দিনে গরম থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথেই  মৃদু বাতাস ও ঠান্ডার অনুভূতি হয়। গ্রাম গুলোতে ইতোমধ্যে  কম্বলের ব্যবহার শুরু হয়ে গিয়েছে।
লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক ড.সাইখুল আরেফিন বলেন, কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হওয়া উঁচু-নিচু জমির সবজি চাষে বৃষ্টির পানি ও শীতের কারণে বিভিন্ন ধরনের ভাইরাস দেখা দিতে পারে। কৃষি বিভাগের মাঠপর্যায়ে কর্মীরা কারিগরি সহায়তাসহ বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে শীতকালীন সবজি বাম্পার ফলন হবে বলে আশা করেন কৃষি বিভাগ।
এদিকে রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারনে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। তাই কুয়াশার মত বৃষ্টি পড়ছে। নিম্নচাপ কেটে গেলে শীত আরও বাড়বে। গত কয়েকদিন ধরে এখানে দিন ও রাতের তাপমাত্রা ৩২ ডিগ্রি থেকে সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে। আগামী এক সপ্তাহের মধ্যে শীত বাড়বে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT