শনিবার, ২৪ মে ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন

রাজারহাটে রেল লাইনের নাট খুলে নিয়েছে দূর্বৃত্তরা

রাজারহাটে রেল লাইনের নাট খুলে নিয়েছে দূর্বৃত্তরা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি।।

রাজারহাটে কুড়িগ্রাম-তিস্তা রেল পথের ঠাঁটমারী বদ্ধভূমি সংলগ্ন স্থানে রেল সেতুর উপরিভাগের লাইনের কিছু সংখ্যক হুক বোল্ড (নাট) রহস্য জনক ভাবে চুরি হয়েছে । এঘটনায় কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

জানা যায়, কুড়িগ্রাম -তিস্তা রেল পথের ঠাঁটমারী বদ্ধভুমি এলাকায় অবস্থিত রেলসেতুর উপরের স্লিপারের কিছু সংখ্যক নাট কে বা কারা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ কতৃপক্ষ চুরি হয়ে যাওয়া নাট বোল্ডের স্থলে নতুন নাট বোল্ড স্থাপনের ব্যবস্থা গ্রহণ করেন। কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টার মোঃ শামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন,হারিয়ে যাওয়া নাটকগুলোর স্থলে নতুন নাট বসানো হয়েছে। এখন রেল চলাচলে কোন সমস্যা নেই।

 

 

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের সাথে মুঠো ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, কুড়িগ্রাম পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটি চুরি নাকি নাশকতার চেষ্টা তা নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT