রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি।। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন রাজারহাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকগণ।
বুধবার বিকেলে তারা রাজারহাট বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন। এসময় দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি মো: আখেরুজ্জামান,শিক্ষক সেকেন্দার আলী শাহীন, ইফতেখার রাঙ্গা,মেহেদী হাসান সেতু,ইব্রাহিম আলম সহ অনেকে বক্তব্য দেন।