শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন

রংপুরের পীরগাছায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে আন্দোলনের ঘোষনা

রংপুরের পীরগাছায় বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে আন্দোলনের ঘোষনা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

আগামী মঙ্গলবার (১২ মার্চ) হতে ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারী রুটে ‘বুড়িমারী এক্সপ্রেস’ নামে নতুন একটি ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

 

তবে ট্রেনটির সময়সূচি ও প্রস্তাবনায় রংপুরের অন্যতম গুরুত্বপূর্ণ পীরগাছা রেলস্টেশনে যাত্রাবিরতি না রাখায় রোববার (১০ মার্চ) দুপুরে যাত্রাবিরতির দাবীতে পীরগাছায় আলোচনা সভা করেছেন বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

 

 

আলোচনা সভা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সোমবার (১১ মার্চ) দুপুরে পীরগাছা স্টেশন চত্ত্বরে মানববন্ধন ও মঙ্গলবার (১২ মার্চ) রাতে স্টেশন এলাকায় গণ অবস্থান কর্মসূচীর ঘোষনা দেওয়া হয়। এরপরও যাত্রা বিরতি না হলে লাগাতার কঠোর আন্দোলন করা হবে জানানো হয়।

 

 

 

পীরগাছা সরকারি কলেজ হলরুমে পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গা আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাছিমা জামান ববি, উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আফছার আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকার, নুরুল ইসলাম, সাবু হাজী, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদ, পীরগাছা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, কান্দি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ শারেখ খন্দকার জয়, প্রেসক্লাব সভাপতি তোজাম্মেল হক মুন্সি, সাধারন সম্পাদক তাজরুল ইসলাম, ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম রনজু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT