শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন

মেয়েকে নকল সরবরাহের দায়ে কারাগারে বাবা

মেয়েকে নকল সরবরাহের দায়ে কারাগারে বাবা

রংপুর টাইমস :

রংপুরের পীরগাছায় দাখিল পরীক্ষা চলাকালে মেয়েকে নকল সরবরাহ করায় ছফির উদ্দিন নামের এক মাদরাসাশিক্ষককে চারমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ মার্চ) দুপুরে পীরগাছা হাজী ছফের উদ্দিন সিনিয়র মাদরাসা কেন্দ্রে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক সুমন।

দণ্ডপ্রাপ্ত শিক্ষক ছফির উদ্দিন (৫০) উপজেলার রহমতচর দাখিল মাদরাসার শিক্ষক। তার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার ওই পরীক্ষা কেন্দ্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলছিল। এসময় নিজ মেয়েসহ অন্যদের নকল সরবরাহ করতে গেলে ছফির উদ্দিনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে চারমাসের কারাদণ্ড দেওয়া হয়।

 

হাজী ছফের উদ্দিন সিনিয়র মাদরাসার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রসচিব ও উপজেলা ভেটেরিনারি সার্জন মোহাম্মদ আলী বলেন, নকল সরবরাহের অভিযোগে একজনকে চারমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT