বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত নাঈমের বাড়িতে জেলা প্রশাসক

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত নাঈমের বাড়িতে জেলা প্রশাসক

মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া হাফেজ নাঈম ইসলামের গ্রামের বাড়িতে নীলফামারীর নতুন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

 

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউপির সোনাকুড়ি মধ্যপাড়া গ্রামে নিহত নাঈমের বাড়িতে আসেন। এসময় নিহতের পরিবারের খোঁজখবর নেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

জেলা প্রশাসক সেখানে পৌঁছেই প্রথমে নিহত নাঈমের কবর জিয়ারত করেন।

তিনি আন্দোলনে নিহত নাঈমের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন।

এসময় তিনি নিহতের মা হাসনা বানু ধৌলি ও মামা আনিছুর রহমানের সাথে কথা বলেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে তিনি নিহতের পরিবারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন।

এ সময় জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন নীলফামারীর পুলিশ সুপার মোকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইদুল ইসলাম, কিশোরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই-আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল, জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক আবু বক্কর সিদ্দীক প্রমুখ। এছাড়াও নীলফামারী ও কিশোরগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া সমন্বয়কসহ আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, হাফেজ নাঈম ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গত ৪ আগষ্ট সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ আগষ্ট মারা যান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT