শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় আসলে গণমূখি প্রশাসনের মাধ্যমে জনগণের সেবক হয়ে কাজ করবে- রাজিব প্রধান

বিএনপি ক্ষমতায় আসলে গণমূখি প্রশাসনের মাধ্যমে জনগণের সেবক হয়ে কাজ করবে- রাজিব প্রধান

লালমনিরহাট প্রতিনিধি

শেখ হাসিনা সরকারকে প্রতিষ্ঠিত করেছিলো ডিসি এসপিরা। সেই কারনে ইউএনও,ডিসি এসপি’র যে ক্ষমতা ছিলো আওয়ামীলীগ সরকারের আমলে এমপিদেরও সে ক্ষমতা ছিলো না। বিএনপি ক্ষমতায় আসলে গণমূখি প্রশাসনের মাধ্যমে প্রশাসক জনগণের সেবক হয়ে কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও হাতীবান্ধা – পাটগ্রাম আসনের বিএনপির মনোনীত প্রার্থী  ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

শুক্রবার (১৫ নভেম্বর ) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে এক যৌথ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা হাসান রাজীব প্রধান আরও বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার সংস্কার করতে চায়। বিএনপি তাদের সঙ্গে একমত। এই নির্বাচনী ব্যবস্থা সংস্কার হলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। পাঁচ বছর পরপর সাধারণ মানুষ প্রতিনিধি নিয়োগের সুযোগ পায়,আর সেই ভোট যদি হরণ করে নিয়ে যায় তাহলে জনগনে অধিকার খর্ব করা হবে।

সমাবেশে টংভাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলামসহ উপজেলা ও টংভাঙ্গা ইউনিয়ন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT