পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় যুব উজ্জীবন ক্রীড়া শিক্ষা ও সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা শুক্রবার বিকেলে স্থানীয় সুখানপুকুর হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়েছে।
কারবালা একাদশ ও নাওডারা পারলে ঠেকাও একাদশের মধ্যকার ওই খেলায় ২-০ গোলে নাওডারা পারলে ঠেকাও একাদশ চ্যাম্পিয়ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফুল হক লিটন। যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে এবং খেলাধুলায় মনযোগী করতে মাস ব্যাপী এ খেলার আয়োজন করেন তরুণ সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবার রহমান মাহবুব এবং যুব উজ্জীবন ক্রীড়া শিক্ষা ও সামাজিক সংগঠনের সভাপতি আব্দুল কাদের। খেলাটি উপভোগ করতে কয়েক হাজার মানুষ উপস্থিত হন।
ফাইনাল খেলার উদ্বোধন করেন দেউতি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবিএম মিজানুর রহমান সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আল মাহমুদ সোহাগ, এ্যাডভোকেট গোলাম মোস্তফা, সমাজ সেবক রেহেনা বেগম প্রমুখ।