শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন

পীরগাছায় কেজি দরে বিক্রির সময় ১১ মণ সরকারি বই জব্দ

পীরগাছায় কেজি দরে বিক্রির সময় ১১ মণ সরকারি বই জব্দ

রংপুরের পীরগাছায় ভাঙরির দোকানে বিক্রির সময় প্রাথমিক বিদ্যালয়ের ১১ মণ বই জব্দ করেছে স্থানীয়রা। এ সময় ক্রেতা সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা হাট সংলগ্ন এলাকা থেকে বইগুলো জব্দ করা হয়।

আটক সাইফুল ইসলাম একই ইউনিয়নের দামুশ্বর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বাড়ি থেকে ২০২৪ শিক্ষাবর্ষের ৪৪০ কেজি প্রাথমিকের নতুন বই বিক্রি করেন দক্ষিণ ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম। ২০ টাকা কেজি দরে তা কিনে নেন ভাঙরি ব্যবসায়ী সাইফুল ইসলাম। পরে বস্তায় ভরে বইগুলো ভ্যানে করে নিয়ে যাওয়ায় সময় পাওটানাহাট সংলগ্ন এলাকায় আটক করে স্থানীয়রা। সরকারি বই এভাবে বিক্রির ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দিলে গ্রাম পুলিশের সহায়তায় তাকে ছাওলা ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে আসলে বইসহ ক্রেতাকে তার হাতে তুলে দেওয়া হয়। পরে বইসহ ব্যবসায়ী সাইফুল ইসলামকে থানায় নেয় পুলিশ।

 

স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম ও তার স্ত্রী আছিয়া বেগম পাশের দৌলত খা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করেন। তারা উপজেলা শিক্ষা অফিসের কতিপয় কর্মকর্তার যোগসাজসে দীর্ঘদিন থেকে ১০-১২টি বেসরকারি স্কুলের নামে বিপুল পরিমাণ বই উত্তোলন করে আসছেন। পরে ওই বইগুলো স্থানীয় বাজারে বিক্রি করতেন মাইদুল ইসলাম। তবে তাদের কাছে এতো বই থাকার বিষয়ে বিষ্ময় প্রকাশ করেন অনেকে। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

পাওটানা হাটের ব্যবসায়ী শামসুল ইসলাম বলেন, ওই প্রধান শিক্ষক এতোগুলো বই কিভাবে পেলেন তা খতিয়ে দেখা প্রয়োজন।

 

বই ক্রেতা সাইফুল ইসলাম বলেন, বইগুলো তার কাছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম ও তার স্ত্রী আছিয়া বেগম বিক্রি করেন। বই নেওয়ার সময় যেন কেউ না দেখতে পায় সে বিষয়েও সতর্ক থাকতে বলেছিলেন।

প্রধান শিক্ষক মাইদুল ইসলাম বলেন, আমাকে ফাঁসানো হয়েছে। বই বিক্রির বিষয়ে আমি কিছুই জানি না। সে সময় আমি স্কুলে ছিলাম।

পীরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে সাড়ে ৪৪০ কেজি বই জব্দ করা হয়েছে। এ ঘটনায় সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে প্রতিবেদন পাঠানো হয়েছে।

 

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, এ ঘটনায় ক্রেতা সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। প্রধান শিক্ষককে আটকে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT