রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন

পীরগাছায় আশার আলো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন পূর্ববর্তী অবহিতকরণ সভা

পীরগাছায় আশার আলো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন পূর্ববর্তী অবহিতকরণ সভা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় প্রস্তাবিত আটষট্টিপাড়া আশার আলো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমতি লিঃ এর প্রাক-নিবন্ধন পূর্ববর্তী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার ( ২৭ জুন) দুপুরে আটষট্টিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আশার আলো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা সমবায় অফিসার সামছুন্নাহার বেগম। সভায় তিনি বলেন, সমিতির সদস্য বৃদ্ধিকরণ, সমবায় ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ, বাড়ির আঙিনায় সবজি চাষ, গবাধি পশু পালন, সমিতির মূলধন বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

 

এছাড়া সকল সরকারি সুযোগ-সুবিধা যেমন, বয়স্ক ভাতা,বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, পাওয়ার উপযোগী যারা আমাদের কাছে এই সমবায় সমিতির মাধ্যমে লিখিত আকারে আবেদন করলে, সমাজসেবা দপ্তরের মাধ্যমে আমরা ব্যবস্থা করে দেবো। এছাড়া এই সমবায় সমিতির সদস্যরা যেকোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন।

 

 

এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পরিদর্শক মোঃ মাহমুদুল হাসান, আশার আলো সমবায় সমিতির সভাপতি মোঃ সোলাইমান আলী, সাধারণ সম্পাদক মোঃ মিশুক মিয়া, সহ-সভাপতি আরিফুল ইসলাম, সদস্য মোঃ রেজওয়ান আলী রুবেল, মোছা. আশামনি আক্তার, মোছাঃ রুবি বেগম সহ সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT