লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সোহেল রানা নিহত হয়।
মঙ্গলবার (১৭ডিসেম্বর) বিকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক সোহেল রানা (৩০)। আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মৃত্যু হয়।
নিহত সোহেল রানা জোংড়া কাফির বাজার গ্রামের শিক্ষক আব্দুস সাত্তারের ছেলে। তিনি উপজেলার বাঁশকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পৌর শহরের মির্জার কোড এলাকার সোহেল রানা মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত সোহেল রানাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার সড়ক দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।