শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

পাটগ্রামে টাকা গুনতে গিয়ে করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায়  ৪ জন নিহত

পাটগ্রামে টাকা গুনতে গিয়ে করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায়  ৪ জন নিহত

লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের পাটগ্রামে টাকা গুনতে গিয়ে সান্তাহারগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনে ধাক্কায়  ৪ জন নিহত হয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলাউদ্দিন নগর রেলস্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন উপজেলার ইসলামনগর গ্রামের মৃত আব্দুল বিটের ছেলে আজিজার রহমান(৬০)ওই এলাকার মমিনপুর গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে আব্দুল ওহাব(৪৫)  ওই এলাকার মৃত সফর উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৫০), ইসলাম নগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোবারক হোসেন(৫৫)।
স্থানীয়রা জানান,রেললাইনে বসে ওই চারজন দিনমজুরি কাজ শেষে রেললাইনে বসে টাকা গুনতে ছিল। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনটির ধাক্কায চারজন ঘটনা স্থলে নিহত হন।
নিহতরা সকলেই দিনমজুরের কাজ করেন।
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ইনচার্জ মামুন হাসান ট্রেনে কাটা পড়ে ৪জন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন এসআই পাঠানো হচ্ছে।
এ ঘটনা শুনে পাটগ্রাম উপজেলার নির্বাহী অফিসার ইউএনও নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ সময় দাফনের জন্য প্রতি পরিবারকে ৫০০০ টাকা বরাদ্দ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT