মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন

দেশজুড়ে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’

দেশজুড়ে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’

রংপুর টাইমস :

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্তিতে দেশজুড়ে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। জাগো নিউজের জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিবেদকদের পাঠানো খবর-

চুয়াডাঙ্গা
দুপুরে ‘শহীদি মার্চ’ পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। ছাত্র-জনতার অভ্যুত্থানের একমাস উপলক্ষে বের হওয়া র‌্যালিটি কোটমোড় দোয়েল চত্বর ঘুরে বড়বাজার শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। এসময় আন্দোলনের অন্যতম সমন্বয় রনি বিশ্বাস, তামান্না বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

শেরপুর
সরকারি কলেজের সামনে থেকে ‘শহীদি মার্চ’ শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, মানবাধিকার কর্মী রাজিয়া সামাদ ডালিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সঞ্জয় বণিক প্রমুখ বক্তব্য রাখেন।

 

ইসলমী বিশ্ববিদ্যালয়
বিকেলে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলা থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মুক্ত বাংলা স্মারক ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

ময়মনসিংহ
নগরীর টাউন হল মোড় থেকে একটি শোক মিছিল শুরু হয়ে জিলা স্কুল মোড়, নতুন বাজার, গাঙ্গিনারপাড় ও মিন্টু কলেজ হয়ে ত্রিশাল বাসস্ট্যান্ড শহীদ সাগর চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সমন্বয়ক আশিকুর রহমান, গোকূল সূত্রধর মানিক, আরিফুল হক, আব্দুল্লাহ আল মামুন নাকিব প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT