বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন

দহগ্রাম সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা,বিজিবি ও গ্রামবাসীর বাধা

দহগ্রাম সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা,বিজিবি ও গ্রামবাসীর বাধা

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিজিবিকে কোনো কিছু না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও গ্রামবাসী বাধা প্রদান করেন।

বুধবার (২১ আগস্ট) দুপুরে বেড়া নির্মাণের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা প্রদান করে। এতে গোটা দহগ্রাম ইউনিয়নের সীমান্ত এলাকায় ভাড়ী অস্ত্র নিয়ে বিএসএফের অসংখ্য সদস্য মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ। পাশাপাশি বিজিবিও রয়েছে সতর্ক অবস্থানে। এ ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

বিজিবি সুত্র জানায়, ভারতের কোচবিহার রাজ্যের ৬ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের ভীম ক্যাম্পের বিএসএফের সদস্যরাস গত মঙ্গলবার (২০ আগস্ট) রাতভর বিপুল পরিমান কাঁটাতারের বেড়া ও নির্মাণ সামগ্রী এনে রাখে। বুধবার সকালে ওই সীমান্তের প্রধান পিলার (ডিএএমপি) ৮ নম্বরের উপপিলার ২৩ থেকে ২৮ নম্বরের শূন্য রেখা সীমান্তে বেড়া নির্মাণ করতে থাকে। এতে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখা হতে দেড়শো গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম না থাকলেও ভারতীয় কর্তৃপক্ষ সেটি না মেনে নির্মাণ করতে থাকে। এ সময় নির্মাণ সামগ্রী আনা ও বেড়া নির্মাণের ঘটনায় বিএসএফকে বাধা দেয় বিজিবি। বিএসএফ বাধা উপেক্ষা করে নির্মাণ কাজ চালাতে থাকে।

 

 

এ ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানিয়ে অবস্থান নেয়। এ পরিস্থিতিতে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ। পরবর্তীতে ভারতীয় বহু বিএসএফের সদস্যরা বিপুল পরিমাণ ভারি অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেয়।

এ ঘটনায় পুরো দহগ্রাম ইউনিয়ন সীমান্ত জুড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা এবং সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে।

দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া এলাকার বাসিন্দা আমিনুর রহমান বলেন, দহগ্রাম ইউনিয়নের চারদিকে ভারতীয় সীমান্ত। সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে আমরা স্থানীয়রা ঘটনাটি বিজিবিকে জানিয়েছিলাম। বিজিবি ঘটনাস্থলে এসে অবস্থান নেয় ও স্থানীয়দেরকে নির্ভয়ে থাকতে বলে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি), রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ করছিলো। আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে বাধা দিয়েছি। এ ঘটনায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ঘটনাস্থলের পাশে উভয় দেশের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বর্তমানে কাজ বন্ধ আছে।

 

দহগ্রাম ইউনিয়নবাসীর নিরাপত্তা ও যানমাল রক্ষায় বিজিবি সবসময় তৎপর রয়েছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT