বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন

দরিদ্র মেধাবী এক শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি করালেন স্থানীয় প্রেসক্লাব

দরিদ্র মেধাবী এক শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি করালেন স্থানীয় প্রেসক্লাব

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

দরিদ্র মেধাবী এক শিক্ষাথর্ীর মেডিকেল কলেজে ভর্তি করালেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রেসক্লাব। আজ রবিবার (২১ এপ্রিল) দুপুরে ওই শিক্ষাথর্ীর মেডিকেল কলেজে ভর্তির অর্থ আনুষ্ঠানিকভাবে তার মায়ের হাতে তুলে দেয় স্থানীয় প্রেসক্লাব।

দরিদ্র শিক্ষাথর্ী লাজিম হোসেন যখন খুব ছোট তখন তার পিতা ফরিদ হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়। তার বাবার চিকিৎসায় পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে। তার বাবা ক্যান্সারের কাছে পরাজিত হয়ে মারা গেলে লাজিম হোসেনের পড়াশুনা একরকম বন্ধ হতে ধরে। তখন তার মামার পরামর্শে মা একটি কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা করে ছেলেকে পড়াশুনার হাল ধরেন।

 

 

ছেলে লাজিম এইচএসসি পাশ করে বিভিন্ন স্থানে ভর্তি পরীক্ষা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেন্টালে ভর্তি সুযোগ পেলেও অর্থাভাবে ভর্তি করাতে পারছিলনা তার মা। এ খবর পেয়ে স্থানীয় প্রেস ক্লাব লাজিম হোসেনের ভর্তির সকল দায়িত্ব নেয়। আজ রবিবার মেধাবী লাজিম হোসেনকে রংপুর মেডিকেল ডেন্টাল বিভাগে ভর্তি করে দেয় স্থানীয় প্রেস ক্লাব। ভর্তির অর্থ আনুষ্ঠানিকভাবে স্থানীয় প্রেস ক্লাব তার মায়ের হাতে তুলে দেয়।

 

 

এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ (হাসান তনা), সাধারণ সম্পাদ শামীম হোসেন বাবু, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সিরাজ, সহ-সাধারণ সম্পাদক খাদেমুল মোরছালিন শাকির, সাংগঠনিক সম্পাদক সিএসএম তপন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সদস্য মাফি মহিউদ্দিন , শিক্ষক আজাদ হোসেন প্রমুখ।

 

এর আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রেস ক্লাব ওই মেধাবী শিক্ষাথর্ীর পাশে সব সময় থাকার প্রতিশ্রুতি দেয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT