নিজস্ব প্রতিবেদক :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ) আসনে স্বতন্ত্রপ্রার্থীর কর্মীকে মারধরের ঘটনা ঘটেছে।
গত ৩০ ডিসেম্বর তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের উজিয়াল দীঘিরপার নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার হাড়িয়ারকুঠি পাশারিপাড়া গ্রামের মৃত কছিমুদ্দিনের পুত্র মোঃ ছেনার আলী তাৎক্ষণিক সেখানে উপস্থিত তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুবেল রানা ও হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়কে মৌখিকভাবে অভিযোগ করেন।
পড়ে ছেনার আলী জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করলে রংপুর-২ (তারাগঞ্জ – বদরগঞ্জ) নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ হাফিজুল ইসলাম ৩১ ডিসেম্বর স্বাক্ষরিত হামলাকারী তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবুলকে ১ জানুয়ারি স্বশরীরে উপস্থিত হয়ে হামলার কারণ লিখিত আকারে ব্যাখ্যা দিতে নোটিশ প্রদান করেন।