বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন

ডিমলায় তুহিনের পথসভায় জনতার ঢল

ডিমলায় তুহিনের পথসভায় জনতার ঢল

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

 

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি শান্তবাজারে সোমবার (১৯ মে) গণমানুষের ঢল নামে।

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের গণসংযোগ ঘিরে বাজারটিতে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

সোমবার দুপুর ৩টার দিকে নীরব বাজারটিতে মানুষের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা যায়। কর্মী-সমর্থকসহ অসংখ্য অনুরাগী তাঁর পথসভায় যোগ দিতে আসেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এই সভায়।

 

বাজারের ওষুধ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের এ বাজারে গণসংযোগ না করলেও চলত। কিন্তু সাধারণ মানুষকে ভালোবেসে তিনি আমাদের এলাকায় এসেছেন। এ জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।”

 

গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সোলেমান আলী বলেন, “তুহিন ভাইয়ের পিতা দেশের বিখ্যাত শিক্ষাবিদ ডক্টর রফিকুল ইসলাম। তাঁর জ্ঞানের আলো দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। এমন পিতার সুযোগ্য ছেলেকে একনজর দেখা ও তাঁর সঙ্গে কুশল বিনিময় করে আমরাও ধন্য হতে চাই।”

গয়াবাড়ি গ্রামের হাজেরা খাতুন, বিলকিস বেগম, জরিনা বেগম, হাসু বিবিসহ আরও অনেকে জানান, এই আসনেই তাঁর বাড়ি। তিনি পথসভা করবেন শুনে তাঁরা এসেছেন। নেতাকে কাছ থেকে দেখা এবং বাবার বাড়ি ঘুরে যাওয়া, দুটোই একসাথে হওয়ায় তাঁরা আনন্দিত।

রংপুরের গঙ্গাচড়া উপজেলা বিএনপির নেতা রুহুল আমিন বলেন, “তুহিনের গণসংযোগের জন্য তাঁর নির্বাচনী এলাকায় এসেছি। আজ তাঁর সঙ্গে এ এলাকায় গণসংযোগে অংশ নিতে পেরে আমি আনন্দিত।”

ডালিয়া বাজারের পাথর ব্যবসায়ী ও বিএনপি নেতা সাইফুল ইসলাম বলেন, “তুহিন ভাই বিগত সময়ে এলাকায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন। এ উন্নয়নের সাক্ষী হতে পেরে আমরাও গর্বিত।” তিনি আরও বলেন, বিগত সরকারের রোষানলে পড়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় তিনি দেশ ছাড়তে বাধ্য হন এবং দীর্ঘ ১৮ বছর দেশের বাইরে থাকতে বাধ্য হন।

প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন গত শনিবার ঢাকা থেকে সৈয়দপুরে আসেন। সেখানে তিনি পথসভাসহ নীলফামারী ও ডোমার উপজেলায় জনসভায় বক্তব্য দেন। এরপর তিনি নিজ এলাকা গোমনাতি গ্রামের বাড়িতে এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি নীলফামারী জেলাকে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং অসমাপ্ত কাজ সম্পন্ন করতে বিএনপির সঙ্গে থাকার আহ্বান জানান।

এই দিন তিনি সারাদিন উপজেলার বালাপাড়া, পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, খগাখরিবাড়ি, গয়াবাড়ি, খালিশা চাপানি ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও পথসভা করেন।

এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সিনিয়র সহ-সভাপতি আরিফ-উল ইসলাম লিটন, সহ-সভাপতি আমিনুজ্জামান গাজী, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীর প্রধানসহ একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিকালে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন পার্শ্ববর্তী জলঢাকা উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা ও জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন।

 

দলীয় সূত্রে জানা গেছে, দুইটি মিথ্যা ও সাজানো মামলায় তুহিনের ২১ বছর সাজা হয়েছিল। গত ২২ এপ্রিল তিনি আমেরিকা থেকে ঢাকার নিজ বাসায় আসেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে ২৯ এপ্রিল ঢাকা মহানগর আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার মুক্তির দাবিতে নিজ জেলা নীলফামারী ছাড়াও রংপুর ও ঢাকায় আন্দোলন শুরু হয়। পরবর্তীতে ৮ মে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT