ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।।
নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের উদ্যাগে ডিমলা উপজেলায় ফ্রি চিকিৎসা ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী উপজেলা বিএনপির কার্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন-
ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ব্লাড ব্যাংক। সার্বিক সহযোগিতা করেন উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন , সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, সহ সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, নাউতারা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহাগ খান লোহানী প্রমূখ।
এ চিকিৎসা ক্যাম্পে শিশু, মেডিসিন, হৃদরোগ ও ডায়াবেটিস বিষয়ে পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তাররা প্রায় ৫ শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন।
এ সেবা কার্যক্রম অব্যাহত ভাবে চালিয়ে যাওয়া হবে। ভবিষ্যতে সেবার মান ও কার্যক্রম আরও বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা চলছে বলে জানান আয়োজকরা।