শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন

গাইবান্ধায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদন্ড

গাইবান্ধায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদন্ড

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ-

গাইবান্ধায় মাদক মামলায় সিমা খাতুন নামের এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড ও ময়নুল ইসলাম নামের অপর এক আসামীকে বেকসুর খালাশ প্রদান করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ফিরোজ কবীর।

দীর্ঘ শুনানী শেষে আজ সোমবার আদালত এই রায় প্রদান করেন।

মামলার বিবরনীতে জানা গেছে, ২০২২ সালের ২৯ ফেব্রুয়ারী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মায়ামনি হোটেলের সামনে থেকে ১০০ গ্রাম হিরোইন ও ছয় বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী সিমা খাতুন কে গ্রেপ্তার করে পুলিশ।

 

সীমা খাতুন গোবিন্দগঞ্জ উপজেলার চরমগাছা পারবর্তীপুর গ্রামের মৃত আজিজুল হকের মেয়ে।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট বদরুন্নাহার বেবি। তিনি মামলার রায়ে সন্তুষ্ট।

এসময় আসামী পক্ষে কোনো আইনজিবী উপস্থিত ছিলেন না।

 

সিমা খাতুন দিনাজপুরের কোতয়ালি থানার আজিজুল হক এর মেয়ে। তবে বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ চরম গাছা পার্বতীপুর এলাকায় স্বামী খোকন মোল্লার সাথে বসবাস করতো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT