শনিবার, ২৪ মে ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামে একদিনে গ্রেফতার ৫০

কুড়িগ্রামে একদিনে গ্রেফতার ৫০

কুড়িগ্রামের অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৫০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে কুড়িগ্রাম জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশে অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টের ২৪ আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সদর থানায় একজন, উলিপুর থানায় ২২ জন, ফুলবাড়ী থানায় একজন।

 

এছাড়াও সিআর ওয়ারেন্টমূলে ফুলবাড়ী থানায় একজন, সিআর সাজা ওয়ারেন্টমূলে ভুরুঙ্গামারী থানায় একজন, নিয়মিত মামলায় ২৩ জন, ১৫১ ধারায় একজনসহ মোট ৫০ আসামিকে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT