শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন

কুড়িগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য আটক

কুড়িগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য আটক

জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে শ্রী সনু কুমার জেটপ’ নামের এক বিএসএফ সদস্যকে আটক করে বিজিবির হাতে তুলে দিয়েছে স্থানীয়ারা।

বৃহস্পতিবার ২৭ জুলাই রাতে এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের লেঃ কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম। এর আগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তের সোনাহাট বিওপি’র সীমান্ত পিলার ১০০৭ এমপি হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে আটক করে স্থানীয়রা। এ ব্যাপার পতাকা বৈঠক করে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি।

বিজিবি জানায়,বাংলাদেশের অভ্যান্তরে সোনাহাট গ্রামের বিএসসি মোড়ের ৩১ বিএসএফ ব্যাটালিয়নের বিষখাওয়া বিএসএফ ক্যাম্পের একজন সদস্য কনষ্টেবল শ্রী সনু কুমার জেটপ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয় মানুষজন সোনাহাট বিজিবিকে সংবাদ দেয়। পরে সংবাদ পেয়ে সোনাহাট ও বাবুরহাট বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌছে বিএসএসফ সদস্যকে আটক করে। আটকের সময় বিএসএফ সদস্য টি-শার্ট ও হাফ প্যান্ট পরিহিত ও মদ্যপান অবস্থায় ছিল।

বিজিবি আরও জানান, ওই বিএসএফ সদস্য ভারতের অভ্যন্তরে সীমান্তের নিকটবর্তী বিষখাওয়া বিএসএসফ ক্যাম্পের পার্শ্ববর্তী গ্রামের জনৈকা একজন বিবাহিত নারীর সাথে পরকীয়া প্রেমে জড়িত ছিল। ওই নারীর সাথে দেখা করতে গেলে প্রেমিকার স্বামী ও স্থানীয় গ্রামবাসী তাকে ধাঁওয়া দিলে সে প্রাণ বাঁচার তাগিদে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের সোনাহাট সীমান্তে চলে আসে। পরে বিষয়টি সোনাহাট বিজিবি কমান্ডার ও বিএসএফ এর অধীনস্থ সোনাহাট বিএসএফ ক্যাম্পকে অবগত করলে তারা আটককৃত বিএসএফ সদস্যকে ফেরত প্রদান করার জন্য অনুরোধ করে।

কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম বলেন, আটক বিএসএফ সদস্যকে কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রমে প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT