লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের সেই আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে এবার লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে লালমনিরহাট সদর থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেন মামলা দায়ের করেন।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদসহ শহীদদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে,
আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি। লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার এর দায়িত্ব পালন করাকালে তাপসী তাবাসসুম উর্মি গত ৫ অক্টোবর নিজস্ব ফেসবুক আইডিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে সন্ত্রাসী বলিয়া আখ্যা দেওয়া, ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে কটুক্তি করা এবং অন্তরবর্তী সরকারকে হুমকি মুলক পোষ্ট করে। বিবাদী তাপসী তাবাসসুম ঊর্মি তাহার ফেসবুকে উপরোক্ত কথাবার্তা পোস্ট করিয়া মানহানী ও রাষ্ট্র দ্রহিতা মুলক অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা হয়।
তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল বলেন, তাকে স্থায়ী বহিষ্কার করে দ্রুত গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।
লালমনির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন,একটি অভিযোগ পেয়েছি তা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।