রংপুর টাইমস :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সারা জীবন লড়াই সংগ্রাম করেছে আপোষ করেননি, শেখ হাসিনা অনেক বার আপোষ করার কথা বললেও তিনি কোন ভাবেই রাজি হননি, তিনি এ দেশের মানুষের জন্য সংগ্রাম করেই গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
বুধবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ মুজিব যুদ্ধ শুরুর দিকে পালিয়েছে শেখ হাসিনাও পালিয়েছে, আমাদের নেতা পালায় না তারা সংগ্রাম করে যুদ্ধ করে গনতন্ত্রকে উদ্ধার করে এটাই হলো বিএনপি, গনতন্ত্রের জন্য অনেকটা সময় জেলখানাতে কাটাতে হয়েছে খালেদা জিয়াকে, সেজন্য সারা বাংলাদেশের মানুষ বলে খালেদা জিয়া হলো দেশমাতা। আওয়ামী একটা চোখের দল, তারা জনগণের টাকা মেরে দিয়ে নিজেরা মোটাতাজা হয়েছে।
তিনি বলেন, একটু সুষ্ঠ নির্বাচনের জন্য বিএনপি ১৭ বছর রাজপথে ছিলো, অনেকে বলে বিএনপি সংস্কার চায় না কিন্তু বিএনপি প্রথম ২০২৩ সালে ৩১ দফার সংস্কার জাতির সামনে দিয়েছিলো। তখন তো অনেককেই দেখা যায়নি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া যেটি চলতেই থাকবে। সেজন্য অন্তবর্তীকালীন সরকারকে বলবো সময় কালক্ষেপণ না দ্রত নির্বাচনের রোর্ডম্যাপ দেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একে এম মমিনুল হক, লালমনিরহাট জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল সহ আরও অনেকে।