বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

যুদ্ধবিরতি কার্যকরের তথ্য নিশ্চিত করল ভারত-পাকিস্তান

যুদ্ধবিরতি কার্যকরের তথ্য নিশ্চিত করল ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত-পাকিস্তানের চারদিনের তীব্র হামলা-পাল্টা হামলার অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে চিরবৈরী এ দুই প্রতিবেশী। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির এই ঘোষণা দিয়েছেন।

 

প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পরপর ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে এই যুদ্ধবিরতির কার্যকরের তথ্য নিশ্চিত করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার বলেছে, শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে সেনা, বিমান ও নৌ বাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখছে।

 

দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, ‘‘পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স (ডিজিএম) ভারতীয় সময় ৩টা ৩৫ মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্সকে ফোন করেছিলেন। তাদের দু’জনের আলোচনায় ভারতীয় সময় শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে উভয়পক্ষই সব ধরনের গুলি, গোলা বর্ষণ এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে বলে সিদ্ধান্ত হয়েছে।’’

 

এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করার জন্য উভয় দেশের কর্তৃপক্ষ নিজ নিজ বাহিনীকে নির্দেশ দিয়েছে। এছাড়া এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য দুই ডিজিএম আগামী ১২ মে (সোমবার) দুপুর ১২টার দিকে টেলিফোনে কথা বলবেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসাক দার বলেছেন, পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি লিখেছেন, এই অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং কখনই নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আপোস করেনি।

 

এর কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স পোস্টে বনে, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসাক দার বলেন, ‘‘যুদ্ধ কোনো কিছুর জন্যই সমাধান নয়। আজ বিকাল সাড়ে চারটা থেকে (পাকিস্তানের সময়) যু্দ্ধবিরতি কার্যকর হয়েছে।’’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT