কবিতাঃ ময়না পাখির বিয়ে
কবি-মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।ময়না পাখির বিয়ে
ময়না পাখির বিয়ে হবে,
আর কিছু দিন পরে।
খুশি খুশি গায় পাখি গান।
গুণ গুণ গুণ করে।
টিয়ে পাখি এসে বসে,
ময়না পাখির পাশে।
টুনটুনি আর বুলবুলি মিলে
একটা বায়না নিয়ে আসে।
ফিঙে পাখি বলছে এবার,
শুনো ময়না পাখি।
তোর বিয়েতে নাচবো আমি,
আগেই ব’লে রাখি।
দোয়েল বলে আমি বাজাবো,
টাক ডুমাডুম ঢাক।
বাবুই পাখি গাইছে যে গান,
সবাই এবার হতবাক।
ময়না এবার বেজায় খুশি,
পাখিদের কথা শুনে।
আর কয়দিন পরে হবে বিয়ে,
আপন মনে দিন গুনে।