শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

পীরগাছায় দোকানে হামলা-ভাংচুরের অভিযোগ

পীরগাছায় দোকানে হামলা-ভাংচুরের অভিযোগ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় একটি ইলেক্ট্রনিক্সের দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এসময় দোকানের মালিক শাহাদত হোসেনকে (৫০) মারধর করা হয়। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে পীরগাছা বাজারের শাপলা চত্বরে মেসার্স মা ইলেকট্রনিকস নামে দোকানে এ ঘটনা ঘটে।

 

 

শাহাদত হোসেন অভিযোগে বলেন, পীরগাছা বাজারের মোটর সাইকেল শোরুম ব্যবসায়ী হাফিজুর রহমানের সাথে আমার মোটর সাইকেলের কাগজপত্রের কাজ বাবদ কয়েক বছর আগে ২০ হাজার টাকা চুক্তি হয়েছিল। আমি তাকে সেসময় ১৫ হাজার টাকা দিয়েছিলাম। এখনো তিনি আমার কাছে ৫ হাজার টাকা পান। উক্ত টাকাকে কেন্দ্র করে ফুয়াদ হাসান টারজেন নামে এক ব্যক্তি আমার সাথে অহেতুক বিরোধে জড়িয়ে পড়ে। শুনেছি টারজেন নাকি হাফিজুরের সাথে পার্টনারশিপে ব্যবসা করছেন।
ঘটনার দিন শুক্রবার বিকেলে টারজেন উক্ত টাকা আমার কাছে দাবি করেন। তখন আমি তাকে বলি, আপনি তো আমার কাছে টাকা পাবেন না। টাকা পাবে হাফিজুর। তাই আমি এ বিষয়ে হাফিজুর ছাড়া তার সাথে কথা বলতে অস্বীকৃতি জানালে তিনি আমার উপর চড়াও হন। এক পর্যায়ে তিনি তার লোকজনসহ আমাকে মারধর করে। দোকানে ভাংচুর ও টাকা-পয়সা লুটপাট করে। এ ব্যাপারে আমি পীরগাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি।

অভিযুক্ত ফুয়াদ হাসান টারজেন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তবে আমি শাহাদতের কাছে টাকা পাই। সেই টাকা চাইতে গেলে তার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি আমার শার্টের কলার চেপে ধরেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

 

এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকি জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এব্যাপারে তিনি কোন লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT