লালমনিরহাট প্রতিনিধি:
এবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অন্তত দুটি সীমান্ত দিয়ে দ পুশ ইন করেছে ভারত। পুশইনের শিকার শিশু,নারীসহ ২০ জনকে আটকের পর থানায় দিয়েছে বিজিবি।
বুধবার দিবাগত রাতে লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার দুইটি সীমান্ত দিয়ে তাদের পুশইন করেন বিএসএফ।
আটককৃতদের মধ্যে ৭ শিশু, ১১ নারী ও ২ জন পুরুষ রয়েছেন।
বিজিবি জানিয়েছে, গত বুধবার রাতে বিএসএফ ও ভারতীয় পুলিশ পাটগ্রামের গাটিয়ার ভিটা ও ঝালাঙ্গি সীমান্ত দিয়ে পুশইন করে ওই ২০জনকে। পরে বিজিবি ও স্থানীয়রা তাদের আটক করে।
আটককৃতরা পুলিশকে জানিয়েছে, ভারতের আহমেদাবাদ থেকে গতকাল তাদের বিমানে শিলিগুড়ির বাগডোকরা বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে বিভিন্ন সীমান্তে এনে পুশইন করা হয়। এর আগে গত মাসের ২৬ তারিখ গুজরাট থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা নিজেদের বাংলাদেশি দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি খুলনা, নড়াইল ও যশোর জেলায়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিজিবি এ পর্যন্ত শিশুসহ ২০ জনকে থানায় হস্তান্তর করেছেন। এদের বেশিরভাগই যশোর,খুলনা, নড়াইল জেলার বাসিন্দা। তাদের জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধনের সত্যতা পেলে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।