শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

পাটগ্রামে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতার পরিবারকে বাড়ি উপহার দিল বিএনপি

পাটগ্রামে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতার পরিবারকে বাড়ি উপহার দিল বিএনপি

লালমনিরহাট প্রতিনিধি।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু,দেশকে ভালবেসে গণতন্ত্রকে উদ্ধার করার জন্য নাসির, মোবারক, ফারুক রক্ত দিয়েছে। রক্তের বদলা বাড়ি দিয়ে পরিশোধ করার নয়। রক্তের ঋণ শোধ হবে না।

গণতন্ত্রের যোদ্ধা, দেশকে ভালবেসে প্রাণ দিয়েছে নাসির। গণতন্ত্র প্রতিষ্ঠা হলে নাসিরসহ শহীদদের আত্মা শান্তি পাবে।

বুধবার (১৭মে) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সোহাগপুরে পুলিশের গুলিতে নিহত নাসিরের বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের উদ্বোধক বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন,বিবিসিকে এক সাক্ষাৎকারের শেখ হাসিনা বলেছেন আমেরিকা আর আমাদের ক্ষমতায় রাখবেন না। আমেরিকা তাকে ক্ষমতায় রাখারকে? স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের তাকে ক্ষমতায় রাখবেনা।

তিনি আরো বলেন,শেখ হাসিনার রক্তের পিপাসু মেটেনি আমরা রক্তের দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ১০ দফা দাবির মধ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।

এ সময় বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কমিটির সদস্য ও লালমনিরহাট – ১ ( পাটগ্রাম ও হাতীবান্ধা) আসেনর বিএনপির এমপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন,শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে পুলিশ অতি উৎসাহী হয়ে গুলিচালায়। সেই গুলিতে নাসিরের মৃত্যু হয়। নাসিরের রক্ত বিধা দিতে দিব না। নাসিরের পরিবারের জন্য একটি পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। তাদের সবসময় খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৩ সালের ৪ নভেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে পাটগ্রাম উপজেলার ধরলা সেতুর পূর্ব প্রান্ত থেকে হরতাল সমর্থকরা একটি মিছিল নিয়ে পাটগ্রাম শহরে আসার সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে পাটগ্রাম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসির গুলিবিদ্ধ হন। সঙ্গে সঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

দীর্ঘ এক দশক পর বিএনপির দেয়া বাড়ি পেয়ে নিহত ছাত্রদল নেতার মা নাসিমা বেগম বলেন, ‘ আমরা ৬ সদস্যের পরিবার। থাকার মতো ঘর প্রয়োজন ছিলো। আজ আমাদের বাড়ি করে দেয়ায় আমরা বিএনপি নেতাদের উপকারের কথা কোন দিনই ভুলবো না।

নাসিরের ছোট ভাই নাজিম হোসেন বলেন, নাসির ভাই গুলিতে নিহতের দুলু ভাই ( সাবেক উপমন্ত্রী) আমাদের বাড়িতে ৫০ হাজার টাকা দিয়েছেন। ব্যারিস্টার আংকেল ( বিএনপি নেতা হাসান রাজীব প্রধান) আমাদের একটা মুদি দোকান করে দেয়। সেটাই আমাদের আয়ের উৎস। এছাড়া আমার ছোটো বোনের পড়াশোনার খরচ দেয়। এবার পাটগ্রামের বিএনপি নেতারা সবাই মিলে আমাদের বাড়ি করে দেয়ায় আমরা সবার কাছে কৃতজ্ঞ।

নাসিরের ভাইয়ের ভাষা অনুযায়ী, প্রায় ১৫ লাখ টাকায় টিন শেঠের ওই পাকা বাড়িতে তিনটি বেড রুম, দুইটা টয়লেট, একটি করে ডাইনিং ও কিচেন রুম আছে।

প্রায় এক দশক আগে বিএনপির নেতৃত্বাধীন জোটের ঢাকা হরতালে পুলিশের গুলিতে নিহত হন ছাত্রদল নেতা নাসির উদ্দিন। এরপর বিএনপির পক্ষ থেকে আর্থিক সহযোগিতার পাশাপাশি মুদির দোকানের ব্যবস্থা করে দেয়া হয়। সেই আয় দিয়ে কোন রকমে চলছিল লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার সোহাগপুর এলাকার নিহত নাসিরের অসহায় পরিবার। এবার পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতার পরিবারকে নতুন বাড়ি তৈরি করে দিলেন বিএনপি নেতারা।

এসময় নিহত নাসিরের বাড়িতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,কেন্দ্রীয় কমিটির সদস্য ও লালমনিরহাট – ১ ( পাটগ্রাম ও হাতীবান্ধা) আসেনর বিএনপির এমপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধানসহ জেলা উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT