শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন

একটি গাভির একসাথে দুইটি বাছুর প্রসব

একটি গাভির একসাথে দুইটি বাছুর প্রসব

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
সাধারনত একটি গাভী একবারে একটি বাছুর জন্ম দেওয়ার ঘটনা সচরাচর দেখা গেলেও রংপুরের পীরগাছায় একটি গাভী একসঙ্গে দুইটি বাছুর প্রসব করেছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার অনন্তরাম আমবাড়ী গ্রামের সাংবাদিক খুরশীদ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

শুক্রবার (২২ মার্চ) সকালে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাছুর দুটিকে দেখতে এলাকার উৎসুক মানুষ ওই বাড়িতে ভিড় করছেন।

 

এ সময় গাভীটির মালিক খুরশীদ আলম বলেন, আমি সাংবাদিকতার পাশাপাশি শখের বশে তিন মাস আগে সাত মাসের গর্ভবতী একটি গাভী কিনে লালন-পালন করছি। বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাভীটি প্রথমে একটি বাছুর প্রসব করার ১৫-২০ মিনিট পরে আরও একটি বাছুর প্রসব করে। বাছুর দুটির একটা সুস্থ মনে হলেও অপর বাছুরটি কিছুটা দূর্বল মনে হচ্ছে।

খুরশীদ আলমের স্ত্রী মুক্তা বেগম বলেন, গাভীটা বাছুর প্রসবের আগে কিছুদিন অসুস্থ ছিল। চিকিৎসা করানোর পর সুস্থ হয়েছে। গাভীটিকে দেখে বোঝা যায়নি যে, একসাথে দুটি বাছুর হবে। যাই আমি একসাথে দুটি বাছুর পেয়ে খুশি।

বাছুর দেখতে আসা বড়পানসিয়া গ্রামের রফিকুল ইসলাম বলেন, একসাথে দুটি বাছুর হওয়ার ঘটনা এর আগে আমি কখনও দেখিনি। তাই শোনামাত্র দেখতে এসেছি।

 

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছালাম বলেন, একসঙ্গে একটি গাভীর দুইটি বাছুর প্রসবের ঘটনা নিঃসন্দেহে একটি ভালো খবর। তবে এ ঘটনা সাধারণত দেখা যায় না। এতে মালিক লাভবান হয়েছেন। আমি ভেটেরিনারি সার্জনকে দিয়ে গাভী ও বাছুর দুটির তদারকির ব্যবস্থা গ্রহণ করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT