শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন

৯ দফা দাবিতে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

৯ দফা দাবিতে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 128; cct_value: 5964; AI_Scene: (-1, -1); aec_lux: 102.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 41;

 

৯ দফা দাবিতে লা

 

রংপুর টাইমস :

নয় দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শনের অংশ হিসেবে লালমনিরহাটে আন্দোলন সমর্থিত ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় ছাত্ররা বৈষম্যবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

 

আজ শনিবার (৩ আগস্ট) বেলা ১২টায় কাকিনা উত্তর কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারি মোড়ে প্রায় দুই ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচি পালন করেন।

অপর দিকে শনিবার দুপুর দুইটায়
বৃষ্টিকে উপেক্ষা করে  বিক্ষোভ মিছিল বের হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড় চত্বরে এসে শেষ হয়।

এ সময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে প্রায় দুইঘন্টা বন্ধ রাখে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সরজমিনে দেখা যায়, বেলা ১২টায় উপজেলার কাকিনা উত্তরবাংলা কলেজের সামনে বৃষ্টিতে ভিজে একত্রিত হন শিক্ষার্থীরা। তারপর মিছিলটি নিয়ে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের কাচারি মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। এসময় বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে যায়। এসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। বিক্ষোভ সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপদ দূরত্বে সতর্ক অবস্থানে ছিল। এ সময় কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক দাবিতে দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT