শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন

শুন্য ভোট পেয়েছেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সহসভাপতি ভোলা

শুন্য ভোট পেয়েছেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সহসভাপতি ভোলা

রংপুর টাইমস:
লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে শুন্য ভোট পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা। তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সদস্য   আবু বক্কর সিদ্দিক শ্যামল ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (৩এপ্রিল) বিকালে  জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা  লুৎফুল কবীর সরকার ভোট গ্রহণ শেষে  ফলাফল ঘোষণা করেন।
জানা গেছে, গত দেড় যুগ ধরে নজরুল হক পাটোয়ারী ভোলা  লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ।
ফলাফলে দেখা যায়, নজরুল হক পাটোয়ারী একটি ভোটও পাননি। উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য আবু বক্কর সিদ্দিক ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সদস্য সফুরা বেগম রুমি ২৭৩ ভোট পেয়েছেন। এছাড়া মমতাজ আলী মোটরসাইকেল প্রতীকে ৫৮ ভোট ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন বাদল পেয়েছেন ৭ ভোট।
জেলা আওয়ামীলীগের একাধিক প্রবীণ নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, জেলা আওয়ামীলীগ নেতা নজরুল হক পাটোয়ারী ভোলা ও সাবেক এমপি সফুরা বেগম রুমী জনপ্রতিনিধি থাকার সময় দলের অধিকাংশ নেতা-কর্মীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারেননি।
তারা জনপ্রতিনিধিদের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছিল। ফলে উপনির্বাচনে সেটির প্রতিফলন ঘটেছে।
শুন্য ভোট পাওয়া নজরুল হক পাটোয়ারী ভোলা  টাকার কাছে হেরে গেছেন মন্তব্য করে বলেন, তিনি অপকৌশলের শিকার হয়েছেন। নির্বাচনের শুরু থেকে তাঁর বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটনা করে সমর্থম নষ্ট করা হয়েছে বলে তিনি দাবী করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT