শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

লালমনিরহাটে সাঈদীর মৃত্যুতে শোকের পোস্ট; ছাত্রলীগের ১২ নেতাকর্মী বহিষ্কার 

লালমনিরহাটে সাঈদীর মৃত্যুতে শোকের পোস্ট; ছাত্রলীগের ১২ নেতাকর্মী বহিষ্কার 

জেলা প্রতিনিধি, লালমনিরহাট।

লালমনিরহাটে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর তাঁর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় লালমনিরহাটের ৫ উপজেলার ১২ ছাত্রলীগের নেতাকে বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান ও সাধারণ সম্পাদক আরিফ ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার (১৯ আগস্ট) রাত ১০টায় এ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ, লালমনিরহাট জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

বহিস্কৃতরা হলেন, কালীগঞ্জের চলবলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি  সাইদুল ইসলাম সুমন, হাতীবান্ধার গড্ডিমারী ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান ভূঁইয়া ,হাতীবান্ধার গোতামারী ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক মোনাবেরুল হক মিশেল, কালীগঞ্জের উত্তরণ ডিগ্রী কলেজের কর্মি মামুনুর রশিদ লিওন খান, হাতীবান্ধার টংভাঙ্গা ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন সাগর,সদরের মোগলহাট ইউনিয়নের সহ সভাপতি আমিনুল ইসলাম রানা, একই ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবিন,লালমনিরহাট পৌর শাখার ৪ নং ওয়ার্ড সহ সভাপতি শ্রাবন হোসেন, মোগলহাট ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক  ইব্রাহিম ইসলাম, লালমনিরহাট পৌর শাখার সদস্য ঈসমাইল হোসেন আদর,পাটগ্রামের জোংড়া ইউনিয়নের সদস্য সহিদ ও পাটগ্রাম পৌর শাখার ৭ নং ওয়ার্ড সদস্য ইবনে রুসদ।

একই সাথে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ পাঠানো হয়।

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বলেন,বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা মানবতাবিরোধী অপরাধের দায়ে আদালতের মাধ্যমে দণ্ডিত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে বেহেস্তের মেহমান, কোরআনের পাখিসহ নানা ধরনের উপমা দিয়ে প্রশংসা করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT