শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

রংপুরে বাণিজ্যমেলা বন্ধের হুঁশিয়ারি মেয়রের

রংপুরে বাণিজ্যমেলা বন্ধের হুঁশিয়ারি মেয়রের

রংপুর টাইমস:

রংপুরে শিল্প ও বাণিজ্যমেলা বন্ধ না হলে রাজপথ ও রেলপথ অবরোধ হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে বাণিজ্যমেলা বন্ধের দাবিতে সাধারণ ব্যবসায়ীদের ডাকা মানববন্ধনে উপস্থিত হয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

 

মেয়র বলেন, শরিয়তপুরের ব্যবসায়ীরা আন্দোলন করে বাণিজ্যমেলা বন্ধ করে দিয়েছে। রংপুরের সাধারণ ব্যবসায়ীরা এক থাকলে এ মেলা বন্ধ হবে।

রসিক মেয়র বলেন, রংপুরে নভেম্বর মাসে একটি বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। তখনও সাধারণ ব্যবসায়ীরা মেলা বন্ধের জন্য স্মারকলিপি দিয়েছিলেন। তখন ঊর্ধ্বতন কর্মকর্তা কতটা আন্তরিকতার সঙ্গে বিষয়টি দেখেছেন, সেটি একটি প্রশ্ন।

 

মেয়র বলেন, রংপুর ব্যবসা-বাণিজ্যের শহর। ক্রিটিকাল এ সময়ে মাত্র দুইমাস পর আবারো বাণিজ্যমেলার আয়োজন একেবারে অযৌক্তিক। এ মেলার কারণে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা বিদ্যুৎবিল দিতে পারছেন না। তারা অনেক লোকসানের মুখে। সাধারণ ব্যবসায়ীরা আমাদের সিটি করপোরেশনে স্মারকলিপি দিয়েছেন। এ ন্যায্য দাবির সঙ্গে আমি সিটি করপোরেশনের সব কাউন্সিলরের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করছি। আমি সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে অতীতেও ছিলাম বর্তমানেও আছি।

এসময় রংপুর জেলা দোকান মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মফিজার রহমান চান, সাধারণ সম্পাদক লিটন পারভেজ, মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, ব্যবসায়ী নেতা ফজলুল করিম রুবেল, দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি জাহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মন্টুসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT