শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন

ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হাতে পায়ে ধরে হলেও ভোট কেন্দ্রে নিয়ে আসবো

ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হাতে পায়ে ধরে হলেও ভোট কেন্দ্রে নিয়ে আসবো

লালমনিরহাট প্রতিনিধি।।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার বলেছেন, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হাতে পায়ে ধরে হলেও ভোট কেন্দ্রে নিয়ে আসবো। জনগনই আওয়ামীলীগের প্রধান শক্তি। মনে রাখবেন আওয়ামীলীগ এবং নৌকা মার্কার ভোট ৩৫ থেকে ৪০ পারসেন্ট আমরা সারা জীবনই পেয়েছি। ভিসা নীতির তাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের  জনগণের উপর তো  নিষেধাজ্ঞা নেই।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট জেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কবির বিন আনোয়ার বলেন,
জনগণের সাড়া না পেয়ে বিদেশ নীতি আর ভিসা নীতি নিয়ে তারা ব্যস্ত। বিদেশিদের সহায়তায় তারা ক্ষমতায় যেতে চায়। তাদের এই স্বপ্ন কোনদিনই পুরন হবে না।

মার্কিন ভিসা নীতি প্রসঙ্গে কবির বিন আনোয়ার বলেন, ভিসা নীতিটা তাদের একান্ত বিষয়। কাকে তারা তাদের দেশে আসতে দিবে কি দিবে না। সেটা একান্তই তাদের বিষয়। সেটা নিয়ে ভাবনা বি আছে।  যিনি পড়তে জানেন না তিনি কি কাগজে কি লিখা আছে সেটা পড়তে যান?। সুতরাং তাদের ভিসা নীতি নিয়ে আমাদের ভাবনার কিছু নেই।

তথ্যপ্রযুক্তি আইন প্রসঙ্গে কবির বিন আনোয়ার বলেন, সরকার বিরোধী প্রচারনা মানেই তা দেশ বিরোধী প্রচারনা। সুতরাং দেশ বিরোধী কার্যকলাপ রোধ করতে তো আইন প্রয়োগ করতে হবে। এখন সকল পত্রিকায়ই অনলাইনে চলে গেছে। অনেকেই ছবি তুলে ভিডিও করে কার্টুন করে বিভিন্ন ভাবে অপপ্রচারও করছে। গুজব সৃষ্টি করছে। তো এসব রোধ করতেই তথ্য প্রযুক্তি আইন ব্যবহার হচ্ছে।

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ হচ্ছে ডিজিটাল বাংলাদেশের উন্নত একটি রূপ। স্মার্ট বাংলাদেশের প্রাথমিকভাবে চারটি বিষয় এসেছে, যেমন স্মার্ট গভর্নর, স্মার্ট সিটিজেন স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনমিক। আমরা দেশের প্রতিটি নাগরিককে স্মার্ট করে গড়ে তুলবো। আমাদের প্রতিটি জেলা কার্যালয়ে স্মার্ট কর্নার নির্মাণ করে আমাদের সন্তানদের প্রশিক্ষন দেব।

এসময় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি, সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে  প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা কবির বিন আনোয়ার জেলা মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT