বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন

বদরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বদরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রংপুর টাইমস:

রংপুরের বদরগঞ্জের মধুপুর ইউনিয়নের এরশাদব্রিজ সংলগ্ন মাস্টারপাড়ায় বিদ্যুতায়িত হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বাড়িতে নির্মিত নতুন ঘরে মালামাল সরানোর সময় এ ঘটনা ঘটে।

 

নিহত উম্মে কুলসুম মাস্টারপাড়ার ওবায়দুল হকের একমাত্র মেয়ে। সে মধুপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল।

 

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পুরাতন ঘর ভেঙে নতুন বাড়ি নির্মাণের কাজ চলছিল। সেই ঘরেই ওঠার কথা ছিল উম্মে কুলসুমের। বিদ্যুতের ছেড়া তার টিনের ঘরের সঙ্গে সংযুক্ত হয়েছিল। মোবাইলফোনে চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয় উম্মে কুলসুম। পরিবারের লোকজন উদ্ধার করে বদরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাকীর মোবাস্বীর বলেন, ‘হাসপাতালে আনার আগেই মেয়েটির মৃত্যু হয়।’

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

মধুপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদুল হক বলেন, ‘উম্মে কুলসুম মেধাবী শিক্ষার্থী ছিল। আমরা বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারটির প্রতি সমবেদনা জানাই।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT