শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

পাটগ্রামে দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পাটগ্রামে দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি,লালমনিরহাট।

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে শ্রমিক ও সর্দারের দুই গ্রুপের সংঘর্ষের সময় সাংবাদিকের ওপর হামলার ঘটনার প্রতিবাদে হামলাকারীদেরদ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় নিয়ে আসার দাবিতে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় পূর্ব চৌরঙ্গী মোড়ে পাটগ্রাম প্রেসক্লাব মানববন্ধনের আয়োজন করে।

এতে লালমনিরহাটে কর্মরত সংবাদ কর্মী ও শুভকামনা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন সাংবাদিক সফিউল আলম লাবু, আনিছুর রহমান লাডলা ও হাৃয়দার আলী বাবু প্রমুখ।

বক্তারা বুধবার থানায় দায়ের অভিযোগটি নথিভূক্ত করে দ্রুত আসামিদের গ্রেফতার দাবি করেন।

এসময় বক্তব্য রাখেন -যমুনা টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি -আনিছুর রহমান লাডলা , এন টিভির হায়দার আলী বাবু,বৈশাখী টেলিভিশনের তৌহিদুল ইসলাম লিটন, মোহনা টেলিভিশনের সুমন খান,বাংলা টিভির ইলিয়াস বসুনিয়া পবন, ডিবিসি নিউজের সুফিয়ান আল হাসান,বণিক বার্তার মোয়াজ্জেম হোসেন, ঢাকা পোস্টের নিয়াজ আহমেদ শিপন,জাগো নিউজের রবিউল হাসান,পাটগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল প্রমুখ।

গত মঙ্গলবার স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিক ও সর্দারদের সংঘর্ষের সময় এশিয়ান টিভির সাংবাদিক এম এ কামাল ও কালবেলার মিঠু মুরাদের ওপর হামলাসহ ক্যামেরা ভাঙচুর করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT