রাসেল আহম্মেদ প্রধান,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পরিষদ হলরুমে দেবীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত মঙ্গলবার প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা
মোঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ও অনুষ্ঠানের আলোচক হিসেবে প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিত, প্রতিবন্ধীতার ধারনা, প্রতিবন্ধীতার ধরন, অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারস, শারীরিক মানসিক দৃষ্টি বাক বুদ্ধি সহ বিভিন্ন প্রতিবন্ধীতার ধরন ও ব্যক্তির বিষয়ে আলোচনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনুরুদ্ধ কুমার রায় ।
বক্তব্য রাখেন, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ঘোষ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ গোলাম আযম,
এসময় উপস্থিত ছিলেন ১০ ইউনিয়ন চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানগন, সাংবাদিক রাসেল আহম্মেদ প্রধান, উপজেলা সমাজসেবা সেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী গন প্রমুখ।
পরে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ ঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন এক শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।