শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

তিস্তায় জেলে জালে উঠলো ৪ মণ ওজনের ডলফিন

তিস্তায় জেলে জালে উঠলো ৪ মণ ওজনের ডলফিন

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে চার মণ ওজনের একটি ডলফিন ধরা পড়েছে। ডলফিন দেখতে উৎসুক মানুষ তিস্তা চরে ভিড় করেন।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভোটমারি ইউনিয়নের শৈইলমারী তিস্তার চরে জেলের জালে আটক হয় ডলফিন।

খোঁজ নিয়ে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈইলমারীর চরে জেলে শাহজাহান মিয়ার জালে ধরা পড়েছে ৪ মণ ওজনের একটি ডলফিন। এরপর কয়েকজন জেলে মিলে ডলফিনকে উঁচু স্থানে ওঠার কিছুক্ষণ পর সেটি মারা যায়।

স্থানীয় রিফাত হোসেন বলেন, সকাল থেকে তিস্তার পানি কমে যাওয়ার সাথে সাথে তিস্তা নদীতে বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ছে। সেই সাথে জেলের জালে ডলফিনও ধরা পড়েছে।

শৈলমারী চরের জেলে শাহজাহান মিয়া বলেন,জালে আটকের পর প্রথমে বড় মাছ মনে করেছি পরের ডাঙ্গায় ওঠার পর দেখি একটি ডলফিন। কিছুক্ষণ পরেই ডলফিনটি মারা যায়।

এ বিষয়ে ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরাদ হোসেন বলেন,তিস্তা নদীতে ডলফিন আটকের বিষয়টি স্থানীয় একজনের কাছে শুনেছি।

এর আগে তিস্তা নদীতে জেলের জালে ৭২ কেজি ওজনের বাঘাইড় মাছ আটক হয়। পরে জেলেরা ৮০ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT