বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

চাউলের বস্তায় মিললো ৩৮ লাখ টাকা

চাউলের বস্তায় মিললো ৩৮ লাখ টাকা

রংপুর টাইমসঃ

লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজায়  ঢাকাগামী একটি বাস তল্লাশীতে করে চাউলের বস্তায়  ৩৮ লাখ টাকা জব্দ করেছে পুলিশ।

রোববার (২৮ মে) দুপুরে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় নিয়মিত তল্লাশীর করে চালের বস্তা  টাকা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সন্দেহজনক মমিনুর ইসলাম (৩২)কে আটক করা হয়েছে। তার বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুরের কিশামত গ্রামে।

খোঁজ নিয়ে জানা যায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের ওই বাসটিকে টোল প্লাজায় নিয়মিত তল্লাশীর অংশ হিসেবে তল্লাশী করাকালীন একটি চাউলের বস্তা সন্দেহজনক মনে হয়। উপস্থিত পুলিশ সদস্যরা বস্তা খুলে ভালভাবে তল্লাশী চালিয়ে বস্তার ভিতর থেকে ৩৮ লাখ টাকা জব্দ করা হয়।

এসময় সন্দেহজনক বস্তার মালিককে আটক করা হয়।

লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক এসআই আঙ্গুর বলেন, টাকা উদ্ধারের পর আটককৃত ওই ব্যক্তি  দাবী করেন বলেন,  মামার কনস্ট্রাকশন কাজের লেনদেনের টাকা নিয়ে ঢাকা যাচ্ছিলো। তার কথামতো বিষয়গুলো যাচাই বাছাই করা হচ্ছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, চাউলের বস্তায় সন্দেহজনক ৩৮ লাখ টাকা জব্দ করা হয়েছে। এসময় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT