বৃহস্পতিবার, ০৩ Jul ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন

কোনো ধরনের সংস্কার ছাড়াই একতরফাভাবে নির্বানে অংশ নিবে না এনসিপি

কোনো ধরনের সংস্কার ছাড়াই একতরফাভাবে নির্বানে অংশ নিবে না এনসিপি

রংপুর টাইমস :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। কোনো ধরনের সংস্কার ছাড়াই একতরফাভাবে নির্বাচন আয়োজন করা হলে এনসিপি তাতে অংশ নেবে না। এটি জনগণের নির্বাচন হবে না বলে মন্তব্য করেন তিনি।

 

বুধবার (২ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাটের মিশন মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, “জুলাই গণহত্যাসহ গত ১৭ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগের শাসনামলে যে সকল অপকর্ম হয়েছে, তার বিচার বাংলার মাটিতেই করতে হবে। কেউ শুধু একটি সরকার সরিয়ে আরেকটি বসানোর জন্য রক্ত দেয়নি। জনগণ প্রকৃত পরিবর্তনের জন্য রাজপথে নেমেছিলো।”

তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো মৌলিক রাষ্ট্রীয় সংস্কার। সেই লক্ষ্যেই আমাদের আন্দোলন। ‘জুলাই সনদ’ এ মাসেই বাস্তবায়নের কথা, এই সনদ আদায়ের জন্যই আমরা রাজপথে রয়েছি। নতুন সংবিধান প্রণয়ন ও গত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের অধীনে মানুষের অধিকার হরণ এবং সন্ত্রাসী বাহিনীর অপতৎপরতার বিচার নিশ্চিত করতেই এনসিপির পদযাত্রা শুরু হয়েছে।”

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, “সন্ত্রাসী বাহিনীর সদস্যদের এখনও গ্রেফতার করা হয়নি, বরং আদালতের মাধ্যমে তাদের মুক্তির ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে পুনর্বাসনের অপচেষ্টাও চলছে। এসব চক্রান্ত প্রতিহত করতে হবে।”

 

পথসভায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও  স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT