রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন

কালীগঞ্জে স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

কালীগঞ্জে স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জে পারিবারিক কলহ ও যৌতুকের জন্য স্বামীর লাঠির আঘাতে রত্না বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের বান্দেরকুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ রত্না বেগম একই উপজেলার বৈরাতি গ্রামের জহুরুল ইসলামের মেয়ে।

আটককৃত স্বামীর আব্দুল লতিফ (৩৭)।  উপজেলার চলবলা ইউনিয়নের বান্দেরকুড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহ ও যৌতুকের জন্য রত্না বেগমকে মারধর করে তার স্বামী। এতে রত্না বেগম অসুস্থ হয়ে গেলে স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। পরে শনিবার সকালে  মারা যায় রত্না বেগম। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বামী আব্দুল লতিফকে আটক করা হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িত  স্বামী আবদুল লতিফকে আটক করা হয় । গৃহবধুর মরদহে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT