এ কে সরকার শাওন-
আহ্ কী সৃষ্টি, সুস্বাদু মিষ্টি, ফলের রাজা আম। রসে টসটস খেলে মনুষ্য বশ আমই নন্দিত নাম!
বর্ণে ধাঁধায় ঘ্রাণে মাতায় পুষ্টিগুনে টইটুম্বুর! পত্র, মুকুল, শাখা, বৃক্ষ এ সবই বিধির বর।
সংস্কৃত অম্ল থেকে আম অতঃপর আম! দক্ষিণ ভারতেই আদি নিবাস আরো দক্ষিণে ধাম!
জগলু বলে আম খেলে বাড়ে রোগ প্রতিরোধ! অন্তর্জাল খুলে খোঁজ নিলে সমৃদ্ধ হবে বোধ!
কাঁচা আম সবুজ শাড়িতে, পাকলে হলদে বেনারশী। ভিটামিনে পরিপূর্ণ শাঁস আকর্ষণীয় উর্বশী!
কাঁচা টক, পাকা মিষ্টি, এ দ্বৈত রসের খেলা! কাঁচায় যদি মিষ্টি মেলে তৃপ্তি তখন মেলা!
কাঁচা আমে আচার, চাটনি, আমসত্ত্ব আমচুর; আমরসে দিল খোশে মন চায় প্রচুর!
মেক্সিকো, ভারত, গণচীন রপ্তানিতে সেরা বিশ্বে; চাঁপাই, রাজশাহী, নাটোর, নওগাঁ, সাতক্ষীরা দেশের শীর্ষে!
আলফোনসো, গোপালভোগ, ল্যাংড়া বনেদী আম। আম্রপালি, হাড়িভাঙ্গা, হিমসাগর, ফজলি’র বিশ্বব্যাপী সুনাম!
চট্টগ্রামের পাহাড়জুড়ে, ‘ম্যাঙ্গিফেরা ইন্ডিকা’র ঘর। মাইল্ল্যা আমের নামে বাজেদ গ্রামীণ মধুর স্বর!
আমও এক অর্থকরী, লাভজনক ফল। বিশ্ববাজারে রাজত্ব করে আম্র-সোনার দল!