শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন

আদিতমারীতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ৫৮ তমপ্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আদিতমারীতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ৫৮ তমপ্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের  (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র-্যালী,আলোচনা সভা, কেক কাটা ও প্রীতিভোজের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ সোমবার (১৭ জুলাই ) দুপর ১২টার আদিতমারী উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে আলোচনা সভা,কেক কাটা ও
এক প্রীতিভোজের মধ্য দিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের  (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

আলোচনা সভা বক্তব্য রাখেন, আদিতমারী উপজেলার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের শাখার সভাপতি নুর মোহাম্মদ,সাধারন সম্পাদক সন্তোষ কুমার রায়। সিনিয়র সহ সভাপতি বকুল চৌধুরী,যুগ্ম সম্পাদক অতুল চন্দ্র রায়, কোষাধক্ষ সৌরভ চক্রবর্তী, আদিতমারী উপজেলার মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার মো: হামিদ মোল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের উপজেলা শাখার
ছিদান চন্দ্র রায়,আব্দুল জলিল,আতাউর রহমান,অনুরুদ্ধ সকার ও আদিতমারী উপজেলার সকল স্বর্ণ ব্যবসায়ীরা।

এ সময় আদিতমারী উপজেলার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের শাখার সাধারন সম্পাদক সন্তোষ কুমার রায় বলেন, স্বর্ণ ব্যবসার আইন-কানুন,স্বর্ণের দাম, সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার জন্য সকল স্বর্ণ ব্যবসায়ীদের সাথে আলোচনায় করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT