শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন

আদিতমারীতে ইন্স্যুরেন্সের আড়ালে পতিতাবৃত্তি,যুবলীগ নেতাসহ আটক ৪

আদিতমারীতে ইন্স্যুরেন্সের আড়ালে পতিতাবৃত্তি,যুবলীগ নেতাসহ আটক ৪

লালমনিরহাট প্রতিনিধি।

লালমনিরহাটের আদিতমারীতে ইন্স্যুরেন্স কোম্পানির কার্যালয়ের আড়ালে অসামাজিক কার্যকলাপ ও মদের আসর বসানোর অভিযোগে যুবলীগ নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের মাস্টার পাড়ার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় ঢাকা থেকে আসা এক নারীকেও আটক করা হয়।

 

আটককৃতরা হলেন – উপজেলার পলাশী ইউনিয়নের টেপা পলাশী গ্রামের কফিল উদ্দিনের ছেলে ও ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সম্পাদক এরশাদ হোসেন (৪২), একই ইউনিয়নের দেওডোবা গ্রামের এরশাদ আলীর স্ত্রী মাসুমা ইয়াসমিন (৩৫), বাওয়াইর চওড়া গ্রামের খৈমুদ্দিনের স্বামী পরিত্যাক্তা মেয়ে ফিরোজা বেগম (৪৫) ও ঢাকা গাজীপুরের চন্দ্রা এলাকার আকাশের স্ত্রী বর্ষা বেগম (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চন্দনপাট গ্রামের মনসুর উদ্দিন উপজেলা সদরের মাস্টারপাড়া এলাকায় বাসা করে ভাড়া দেন যা তত্ত্বাবধান করেন তার বন্ধু পশ্চিম দৌলজোর দাখিল মাদরাসার শিক্ষক সিরাজুল ইসলাম। নির্জন এলাকার ৪ রুমের বাসাটি চলতি মাসে ভাড়া নেন মাসুমার স্বামী এরশাদ আলী।

সেখানে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আদিতমারী শাখা অফিস হিসেবে ব্যানার টাঙানো হয়। নামে ইন্স্যুরেন্স কোম্পানি হলেও ভেতরে চলত যুবলীগ নেতা এরশাদ হোসেনের নেতৃত্বে অসামাজিক কার্যকলাপ ও মদের আসর। সেখানে অপরিচিত বিভিন্ন নারী ও লোকের আনাগোনাও ছিলো।

বিষয়টি নিয়ে এলাকাবাসী বিরক্ত হয়ে পুলিশে খবর দিলে আদিতমারী থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলে ওই বাড়িতে অভিযান চালিয়ে যুবলীগ নেতাসহ ওই ৩ জন নারীকে আটক করে। ইন্স্যুরেন্স অফিস হলেও সেখানে কার্যক্রমের কোনো নমুনা না পেলেও অসামাজিক কাজের নমুনা সংগ্রহ করেছে পুলিশ। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

 

ওই বাসার তত্ত্ববধায়ক মাদরাসা শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, তারা ইন্স্যুরেন্সের অফিস করতে পুরো বাসা ভাড়া নিয়েছিলেন মালিকের সঙ্গে ফোনে কথা বলে। তবে তাদের সঙ্গে কোনো চুক্তিপত্র হয়নি।

 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) মাহমুদ উন নবী বলেন, অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকায় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT