শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হলো লালমনিরহাট জেলা ইজতেমা

আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হলো লালমনিরহাট জেলা ইজতেমা

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

দেশের মানুষের শান্তি ও মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে লালমনিরহাটের তিন দিনব্যাপী জেলা ইজতেমা।

আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের শুরা সদস্য মাওলানা মোহাম্মদ উল্যাহ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠের ইজতেমায় মোনাজাত শুরু হয়। মোনাজাত চলে প্রায় আধা ঘণ্টা।

এর আগে, বৃহস্পতিবার ফজর নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে লালমনিরহাটে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়।

জেলার পাঁচটি উপজেলা ও দুইটি পৌরসভাসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার হাজারো মুসল্লি ইজতেমা মাঠে সমবেত হন। আখেরি মোনাজাতে অংশ নিতে মানুষের ঢল নামে ইজতেমা মাঠ ও এর চারপাশে।

সকাল ৯টার মধ্যে ইজতেমা মাঠ কানায় কানায় ভরে যায়। এছাড়া ইজতেমা মাঠের পাশে বিভিন্ন বসতবাড়ির সামনে বসে মোনাজাতে অংশ নেন অনেকে। মোনাজাতে অংশগ্রহণকারীসহ সব মুসলমানদের গোনাহ মাফ, দুনিয়া ও আখেরাতের কল্যাণ, বিশ্ব শান্তি, বিশ্ববাসীর সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, আখেরি মোনাজাতকে ঘিরে ইজতেমা মাঠ ও এর আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ইজতেমা মাঠের পাশেই তৈরি করা হয় ওয়াচ টাওয়ার। সেখান থেকে পুরো ইজতেমা মাঠ ও মাঠের আশপাশের এলাকায় নজর রাখা হয়।

এম.এফ/রংপুর টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT